#ট্রেন#কোটারআমন্ত্
Read Count : 58
Category : Notes/work
Sub Category : N/A
স্বাধীনতা তো একটি শব্দ হয়ে বেঁচে আছে । মানুষভেদে তার শব্দার্থ ভিন্ন হয় । সহস্র শব্দের ব্যবহার হয় জীবনে । জীবের জীবন চলে যেতে কালক্ষণের সে দীর্ঘ সময় প্রয়োজন নেই । একমুহুর্তে যে কেউ চলে যেতে পারে সব ছেড়েছুড়ে। চলে যাওয়ার সময় হয়তো আকাশে গর্জন হতে পারে কিংবা খুব নীরবেও চলে যাওয়া যায় । চলমান জীবন চলে গেলেও তো কিছু রেখে যায় । আর তাই কখনো তা মানুষকে মহিয়ান করে কখনো বা ধিক্কার দেয়। কতই তো চলে যায় সব কি প্রকাশিত হয় পত্রিকায় ? হলুদ মিডিয়া কি জন্ম মৃত্যুর দিবস ছাড়া কোনোদিন সাগর-রুনির কথা বলেছে বা লিখেছে ? কখনো কি মনে হয়েছে ওরা দেশজ সন্তান ? আসলেই তো আমরা হুজুগে যেদিকে বাতাসের বেগ বেশি সেদিক ঢলে পড়ি কেনো ? মনভোলা প্রাণ কেনো তোমার ? কেনো যে ব্যাংকে টাকা রাখি কখনো ব্যাংক হ্যাক হয় কখনো বা সুড়ঙ্গের পথ দেখা যায় । কিংবা হয়তো পুরানো শকুনদের নতুন পল্লী হচ্ছে বিদেশের দেশে নতুবা ডিজিটের ডিজিটাল এর মালায় পলেপ দৌড়িয়ে সুইসব্যাংক এর সুইচ অন করা হয় । এগুলো কি কখনো অফ করা যায় ? এরশাদ শিকদারের সম্পত্তি ও তো বাজেয়াপ্ত করা হয়েছিলো । ওরা কারা যারা ওদের কে দেশের সম্পদ পাচার করার পরও দেশের শত্রু মনে করে না ? হায়দারের মতো বলতে হয় " কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় উদ্দীপ্ত " । আচ্ছা পিলখানায় লাশের সে দেশজ শ্বাসগুলো কেনো হারালো ? ওদের বিচার কি হলো নাকি আমজনতা আবারও জজমিয়া নাটক দেখে বিনোদন পেলো ? পোশাক শিল্পের উন্নয়ন বিশ্বের কাছে আছে সে খবর । তবে কেনো এখানেও বিদেশীদের চাকুরী বেশি ? ওরা কোন কোটার কাটাংশ? ব্রিটিশদের কে ব্যবসা করার সুযোগ দেয়াতে আমরাই আমাদের আগামীকে দাসত্বের দাস করেছি । কোটার পূর্ণ অধিকার আছে প্রতিবন্ধী ও হিজড়াদের আর কারো নয়। আচ্ছা যাহারা দেশযুদ্ধে নিজেকে বিলিয়ে দেন মগজে,মনেপ্রানে তারা কি বিনিময় কিছু চান ? যুদ্ধাহত মুক্তিসেনাদের সে নিরব আর্তনাদ কি শুনেছো ? মুক্তিযুদ্ধাদের বড় প্রাপ্তিই যে দেশ স্বাধীন। আচ্ছা কোন মুক্তিসেনানী সে সোনালী হাতে ভিক্ষুক হয়েছেন মুক্তিযুদ্ধের পর ? সেসময় যে অনেকের হাত ছিলো কম্বল চুরির মহড়ায়।রানা প্লাজায় কেনো আগুন লেগেছিলো ? আজকাল এখানে সেখানে আগুনের লেলিহান শিখা, কলকারখানায় এ কোন দানবের চোঁখ লেগেছে ? এতো কেনো আগুন খেলা ? আমাদের ক্রীড়া খেলা হবে কি করে এখানেও যে দানবের মাতাল চোঁখ ? বিশ্বজিৎ-আবরার হত্যার বিচার কি হয়েছে ? ছোটবেলা অনেক লাতুর ট্রেনের গল্প শুনেছি। এখন আর লাতুর ট্রেন নেই বলে খুশি হই । কেনোনা সেসময় রাস্তাঘাট এতো ভালো ছিলো না বলেই এই ট্রেন দিয়ে ব্রিটিশ, ইন্ডিয়া-পাকিস্তান লুটপাটের ভরসা ছিলো ট্রেন। সহজে পাচারের প্রসার হয়েছে ট্রেনের পথে । ট্রেনের ঐসব কথা বলায় কি ইলিয়াস আলীকে হারালাম ?জেগে থেকো মন না হয় তোমাকে ও ভুলিয়ে দেয়া হবে । এখানে একটা ঘটনা মুছে দিতে আরেকটি ঘটনা ঘটিয়ে দেয়া হয় । হুজুগে মন হলে কি দেশ ও দশের কথা মনে পড়ে ? যাহারা রাজতন্ত্রের রাজত্বের ( মানে মিডিল-ইষ্ট) ইতিহাস জানেন তারা জানেন যে, ওরা একনায়কতন্ত্রের রাজত্ব কায়েম করতে আপনার আপনকে ও হত্যা করে মসনদের আসনে আসীন থাকে । আপন দেশের মানুষ যদি আপন না হয় তবে তুমিও দেশের জন্য মীরজাফর, ঘসেটি ।বিশ্বাস করো তুমি যে ধর্মের কর্ম করো না কেনো দেশকে ভালোবাসার কথা ও তোমার জানা আছে ধর্মে-কর্মে । হ্যাঁ দেশকে দলকে নয় কিন্তুক @রেজাউল মনোহর
Comments
- No Comments