আমাদের হতে পারে
Read Count : 99
Category : Blogs
Sub Category : World
আমাদের হতে পারে বনসাই ঘরআমাদের হতে পারে মাইক্রোগ্রিন কক্ষ।আমাদের হতে পারে চির সবুজের ভালোবাসাআমাদের হতে পারে মন ভালো থাকাটাই কামনা।আমাদের হতে পারে সফেদ মেঘের মতো স্বচ্ছ মনআমাদের হতে পারে সাদার সুতোয় আকাশের কারুকাজ।আমাদের মন হতে পারে সমুদ্রের উচ্ছাসআমাদের ভালোবাসা হতে পারে পাহাড় চুড়া।আমাদের হতে পারে একুরিয়াম মাছের আনন্দআমাদের হতে পারে কবিতার মতো ভালো লাগা।আমাদের হতে পারে ছোটবেলা সে মধুর ছেলেখেলাআমাদের হতে পারে কল্পনার রাজ্যে জাগরিত জাগরণ।আমাদের হতে পারে কারুকার্য শোভিত মনআমাদের হতে পারে হস্তশিল্প কারখানা।আমাদের হতে পারে পথের মতো দীর্ঘ পথ চলাআমাদের হতে পারে বহমান বোহেমিয়ান নদীর মতো মন।আমাদের হতে পারে জাফলং এর পাথর সৌন্দর্যের ব্যবসাআমাদের হতে পারে মন মাধবকুণ্ড জলপ্রপাতের জলধারা।আমাদের হতে পারে চা-বাগান ঘুরেফিরে দেখাআমাদের হতে পারে স্মৃতিচারণ মন।আমাদের হতে পারে আলো আঁধারে সরীসৃপের পথ চলাআমাদের আগামী হতে পারে সৎ শুভ আগামীর পথ চলা।আমাদের হতে পারে উৎপাদনে উন্নয়নআমাদের দেশে ও হবে নবায়ন, বনায়ন #রেজাউলমনোহর
Comments
- No Comments