আমাদের হতে পারে Read Count : 146

Category : Blogs

Sub Category : World
আমাদের হতে পারে বনসাই ঘর
আমাদের হতে পারে মাইক্রোগ্রিন কক্ষ।
আমাদের হতে পারে চির সবুজের ভালোবাসা 
আমাদের হতে পারে মন ভালো থাকাটাই কামনা।
আমাদের হতে পারে সফেদ মেঘের মতো স্বচ্ছ মন
আমাদের হতে পারে সাদার সুতোয় আকাশের কারুকাজ। 
আমাদের মন হতে পারে সমুদ্রের উচ্ছাস 
আমাদের ভালোবাসা হতে পারে পাহাড় চুড়া।
আমাদের হতে পারে একুরিয়াম মাছের আনন্দ 
আমাদের হতে পারে কবিতার মতো ভালো লাগা। 
আমাদের হতে পারে ছোটবেলা সে মধুর ছেলেখেলা
আমাদের হতে পারে কল্পনার রাজ্যে জাগরিত জাগরণ।
আমাদের হতে পারে কারুকার্য শোভিত মন
আমাদের হতে পারে হস্তশিল্প কারখানা। 
আমাদের হতে পারে পথের মতো দীর্ঘ পথ চলা
আমাদের হতে পারে বহমান বোহেমিয়ান নদীর মতো মন।
আমাদের হতে পারে জাফলং এর পাথর সৌন্দর্যের ব্যবসা
আমাদের হতে পারে মন মাধবকুণ্ড জলপ্রপাতের জলধারা।
আমাদের হতে পারে চা-বাগান ঘুরেফিরে দেখা
আমাদের হতে পারে স্মৃতিচারণ মন।
আমাদের হতে পারে আলো আঁধারে সরীসৃপের পথ চলা
আমাদের আগামী হতে পারে সৎ শুভ আগামীর পথ চলা।
আমাদের হতে পারে উৎপাদনে উন্নয়ন 
আমাদের দেশে ও হবে নবায়ন, বনায়ন #রেজাউলমনোহর

Comments

  • No Comments
Log Out?

Are you sure you want to log out?