Writing 103 Read Count : 106

Category : Poems

Sub Category : N/A
আমি একাত্তর দেখিনি
জিল্লুর রহমান। 



আমি একাত্তর দেখিনি 
তবে ইতিহাস পড়েছি,
ইতিহাস আমাকে দেখাচ্ছে 
পাক সেনাদের বর্বরতা।
ইতিহাস আমাকে বর্ণনা করছে
আমার মা-বোনদের সম্ভ্রমহীনতা।

আমি বড় কষ্ট পাই, আমি কেঁদে দিই
যখন দেখি নিরপরাধ ছলিম চাচা
বুলেট বিদ্ধ হয়ে মারা যায়
স্বাধীনভাবে বাঁচতে চেয়েছিল বলে।


আমি দুঃখে কাতর হয়ে যাই
যখন দাদার মুখে বলতে শুনি
আমাদের বাড়ির সামনের নদীটি
সারি সারি লাশে ভরপুর হয়ে যায়।

আমি আমার ভাষা হারিয়ে ফেলি
যখন শুনি বাবা এসে দেখে
তার টগবগে ছেলটি লাশ হয়ে 
শুয়ে রয়েছে উঠোনের মধ্যে।


এতো বিমর্ষতার মাঝেও  আজ আমি মহাখুশি 
তাদের ত্যাগের বিনিময়ে  যে আমরা
স্বাধীন একটি দেশকে পেয়েছি। 
স্বাধীন দেশে এখন আমরাও প্রতিজ্ঞা করি
তাদের আত্মত্যাগ ও হার না মানা থেকে
শিক্ষা নিয়ে  দেশ গঠনে একসাথে এগিয়ে চলি।

Comments

  • No Comments
Log Out?

Are you sure you want to log out?