
Writing 103
Read Count : 119
Category : Poems
Sub Category : N/A
আমি একাত্তর দেখিনিজিল্লুর রহমান।আমি একাত্তর দেখিনিতবে ইতিহাস পড়েছি,ইতিহাস আমাকে দেখাচ্ছেপাক সেনাদের বর্বরতা।ইতিহাস আমাকে বর্ণনা করছেআমার মা-বোনদের সম্ভ্রমহীনতা।আমি বড় কষ্ট পাই, আমি কেঁদে দিইযখন দেখি নিরপরাধ ছলিম চাচাবুলেট বিদ্ধ হয়ে মারা যায়স্বাধীনভাবে বাঁচতে চেয়েছিল বলে।আমি দুঃখে কাতর হয়ে যাইযখন দাদার মুখে বলতে শুনিআমাদের বাড়ির সামনের নদীটিসারি সারি লাশে ভরপুর হয়ে যায়।আমি আমার ভাষা হারিয়ে ফেলিযখন শুনি বাবা এসে দেখেতার টগবগে ছেলটি লাশ হয়েশুয়ে রয়েছে উঠোনের মধ্যে।এতো বিমর্ষতার মাঝেও আজ আমি মহাখুশিতাদের ত্যাগের বিনিময়ে যে আমরাস্বাধীন একটি দেশকে পেয়েছি।স্বাধীন দেশে এখন আমরাও প্রতিজ্ঞা করিতাদের আত্মত্যাগ ও হার না মানা থেকেশিক্ষা নিয়ে দেশ গঠনে একসাথে এগিয়ে চলি।
Comments
- No Comments