
Writing 089
Read Count : 287
Category : Notes/work
Sub Category : N/A
কৃষকের সপ্ন
লেখকঃ মোঃ নয়ন আলী
ধিরে ধিরে ছেলে আমার হচ্ছে বড়ো
সপ্ন ছিলো করাবো লেখা পড়া,
আমি যে এক হতভাগা গরিব কৃষক
নেইকো হাতে কোনো কড়ি কড়া।
সপ্ন ছিলো ছেলেকে গড়াবো
বড়ো এক অফিসার
কিন্তু আমি যে গরিব কৃষক কিভাবে
কড়ি করবো জোগার।
প্রতিদিন যে কষ্টের কাজ করি
তাতে পাই কিছু কড়ি,
তা দিয়ে ঠিক মতো সংসার চলেনা
তাই কষ্টে বুকটা ফেটে মরি।
ছেলে যখন আমার চোখের সামনে
অনেক ভারি কাজ করে,
তখন এই হতভাগা গরিব কৃষকের
চোখ দিয়ে অশ্র গড়িয়ে পরে...
md nayon ali
সম্পুর্নঃ১৫/৯/২০২১