
Writing 086
Read Count : 163
Category : Stories
Sub Category : Fantasy
প্রেমিকার দেয়া যন্ত্রনা
লেখকঃ মোঃ নয়ন আলী
ভালোবেসে পেলাম আমি অনেক ভারি যন্ত্রনা
নিঃশব্দে আমায় প্রমিকা দিয়েছে কুমন্ত্রনা
তাই আজ আমি দিশা হারা
গিয়াছে রিদয় আমার পোরা
পোরা রিদয় দিয়ে করিবো কি আমি
ভালোবাসা তো আর রইবে নাহি
অমিতো কোনো অপরাধ করিনি
তবে আমি পেলাম কেনো যন্ত্রনা ভারি
তোমাকে চাহি আমি আমার নিজের করে
তোমায় না পেলে আমি যাবো যে মরে
আর যদি পাই পুর্ন হবে এই অবুঝ মন
লিখেছি আমি ক্ষুদ্র কবি মোঃ নয়ন।
সম্পুর্নঃ ১৭/৯/২০২১
Comments
- No Comments