
Writing 085
Read Count : 377
Category : Stories
Sub Category : Childrens
চালাক কোকিল
লেখকঃ মোঃ নয়ন আলী
কুহ কুহ ডাকে কোকিল
ডাকের নেইতো শেষ,
কাকের বাসায় ডিম পাড়িয়া
কোকিল হইলো বেশ।
কাক ঘসেতো ডিমের হালি
কোকিল মনে মনে আনন্দ হলি,
বাচ্চা ফুটে ফাকে ডাকে কুহ কুহ কোকিল
কাক দেখিয়া মনে মনে কাদিতে লাগিল।
ফেইসবুক পেজ লিংকঃ https://www.facebook.com/গল্প-লেখক-নাঈম-105710901389863/