কবিতা ১ Read Count : 133

Category : Poems

Sub Category : N/A

সনদবিহীন যোদ্ধা 

-------------------------------------------------------------
ওরা নয় রণাঙ্গনের সু-সজ্জিত সমর যোদ্ধা বীর। 
নেইকো ওদের অস্ত্র-কামান, গোলাবারুদ, তীর।
অদম্য, ত্যাগী  জীবন আর বীরত্ব গাথা উচু সির। 
ওরা জীবনযুদ্ধে দাপিয়ে বেড়ায়  ছিন্ন করে নীড়।


রাশি রাশি স্বপ্ন নিয়ে নীল আকাশে ছুটে চলে। 
বুকের ব্যাথা, নাড়িছেঁড়া টান ভাসিয়ে নয়ন জলে। 
আশা রাখি মনে হাত নাড়িয়ে নবান্নে আসিব বলে। 
আড়ালে জননী কাঁদে কবে আসে খোকা কোলে।
দেখা হোক না হোক ভালো থাকিস যদি যাই মা ফেলে। 


কত বুঝা গুরু  দায়িত্ব কাঁধে নিয়ে সদা জাগে।
শত কষ্ট গায়ে মাখিয়ে সোনার হরিণ খোঁজে। 
মাচার উপর মাচা করে ওরা রজণী কাটায় খাটে।
ভোরের  ধকল কাটিয়ে নেমে পড়ে যায়  মাঠে। 


নেইকো তাদের আরাম-আয়েশ যাহা পায় পাতে।
দারা পরিবার বাড়িতে যেন সুখী-শান্তিতে থাকে। 
মাসের শেষে হিসেব কষে পকেট করে ভারী। 
বাসায় ফিরে চেয়ে দেখে ভাই পকেট বুঝি খালি। 


মাঝপথে আবার খবর আসে এই চাই সেই চায়।
হাসি দিয়ে ওরা গ্রহণ করে তবু নাহি ব্যাথা পায়।ঈদ-আনন্দ কাটায় তাঁরা পরিজনবিহীন দেশে।প্রিয়জনের আনন্দ রঙ্গিন করতে চষে পরবাসে।

পরিজন আর দেশের চাঁকা ঘুরায় তনুর জোরে।হঠাৎ মাঝি চেয়ে দেখে মোর তরী ডুবে যায় দূরে।ওদের কথা কবিতার ভাষায় পূর্ণ হবে না কবু।

"সনদবিহীন যোদ্ধা" ওরা সালাম জানাই তবু। 

Comments

  • No Comments
Log Out?

Are you sure you want to log out?