
=শতরূপে নারী=
Read Count : 158
Category : Poems
Sub Category : N/A
=শতরূপে নারী=ছোট্ট একটি শব্দ "নারী",তাতে লুকিয়ে আছে বিশ্বরূপী জননী।নারীর মাঝে আছে মোহময়ী প্রকৃতি,নারী ছাড়া থমকে যায় জীবনের গতি।নারী কন্যা, নারী মাতা, নারী নিস্তারিণী,নারী শক্তি,অসুর দমনি, নারী কাত্যায়নী।নারী সখী, নারী-মাতৃরূপী নারায়নী,নারী জন্মদাত্রী, নারী-মমতাময়ী জগদ্ধাত্রী।নারী ছাড়া অসহায় যে এই পৃথিবী,নারী শক্তি, সম্মানের অধিকারী॥মমতাময়ী নারী যখন হয় ক্রুদ্ধ,নিস্তার নাই তোমার,যদি হয় অশান্ত।মাতারূপে পুজি নারী,কুমারী রূপেও পুজি,তরুণী রূপে নারী হয় মনমোহিনী।সফলতার পেছনে যেমন আছে নারী,বিফলতার পেছনেও থাকে সেই নারী।নারী যেমন গড়ে সংসার নিরবে,ধংসও হয় সংসার তারই কারণে।নারীর ক্ষমতা আজ সর্বজনবিদিত,হেলা যদি করো তবে ধংস নিশ্চিত॥কন্যারূপে যে নারী সংসার আলো করে,বধুরূপে সেই নারী পতি সেবা করে।মাতৃরূপে যে নারী দুগ্ধ দান করে,ভগ্নিরূপে সে ভ্রাতা আগলে রাখে।চন্ডীরূপে যে নারী সংসার রক্ষা করে,দশভূজা হয়ে নারী সবারে এক সূত্রে বাঁধে।নারী ছাড়া ঘর হয় না সুন্দর কখনো,নারীর মহিমা যে অপার অনন্ত।শত রূপে নারীর অসীম ক্ষমতা,তাই জন্ম দিলেন ভগবান,শক্তিরূপে মা দূর্গা॥বিদ্যুৎ ধর৯/৭/২০২১
Comments
- No Comments