Writing 112 Read Count : 200

Category : Blogs

Sub Category : World
এই না হলে প্রভু আমার      করো তোমার কাজ 
এমনি করে বারে বারে করো আমায় ঘাত।।
এমনি করে জাগাও আমায় মারো তীব্র বান।
এমনি করে সকল কাজে করে থাকো ত্রাণ_।।

আমি অধম খুদ্র অতি
মোহের ঘোরে নিজের কর্ম করি
অলক্ষ্যে আসো তুমি দাও তোমার দান_।।
এই না হলে প্রভু আমার করো তোমার কাজ।।

যখন থাকে অলস মনে এই মনটি আমার
স্বপ্ন তোমার করে পরস করে তিব্র আঘাত।।
বাহির পানে সৌরলোকে
নেত্র মেলে কিছু দেখি না যে।
ব্যথায় জ্বালো সফল করো আমার এই প্রাণ_।।
এই না হলে প্রভু আমার করো তোমার কাজ।।দীপঙ্কর সাহা (দীপ)

Comments

  • ধন্যবাদ

    Apr 30, 2021

  • Apr 30, 2021

Log Out?

Are you sure you want to log out?