Comes Of Kris Kringle Read Count : 147

Category : Poems

Sub Category : N/A


এলোপাতাড়ি রূজির ফিকে আলোকে, 
অগুনতি উমেদের অপেক্ষায়,, 
পড়ে থাকা কিছু নিরেট অক্ষর:---
 "একটি নীরোগ সমাজ প্রবন্ধে কতগুলি অটুট সম্পর্ক"
আবেগের ওই "লাল টুপিখানায়".. 
হয়তো সে আসে প্রতি নিঝুম রাতে, 
নির্বাক চলচ্চিত্রে র ওই এঁদো গলিতে,, 
হাফমোজা-য় পড়ে থাকা কতগুলি চাহিদা পত্র, 
আদানের ঠেলায় প্রদান তখন নৈব নৈব চ..! 
বোধ হয়, শেষ সাক্ষাতের ওই অতৃপ্ত ঘেয়ো আত্মা অজুহাতের মলম খাপ খাওয়াতে অপারগ থেকে গেছে। 
শেষমেষ না হয় নেপথ্যে ই থাকুক "দাড়িওয়ালা বুড়ো" টা..



Comments

  • No Comments
Log Out?

Are you sure you want to log out?