নারী কথা
Read Count : 217
Category : Poems
Sub Category : N/A
নারী কথাপিংকা সিদ্ধাউত্তরে হিমালয় ,দক্ষিনে মহাসাগর ,পশ্চিমে মরুভূমি , আর পূর্বে প্রভাতের সূর্যাকাশ,এই এত সুন্দর বৈচিত্র্যপূর্ণ ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আমি নারী।হ্যাঁ ,আমি একবিংশ শতকের ভারতীয় নারী।।পুরুষ স্পর্শে নারী "উচ্ছিষ্ট" নিয়ম এটাই!তবে সে প্রথম থেকে উচ্ছিষ্ট।বাবা ,দাদু, দাদা ,আরো কত কারও সান্নিধ্যে বড় হওয়া বলুনতো?সময় অসময়ে বাড়ির কামুকের শামুকেরইতিউতি হাতের সঞ্চালন বোঝেনা অবোধ নারী।একবিংশ শতকের ভারতবর্ষের নারী বাদের বস্তাপঁচা আস্ফালন আজ হাস্যকর।কেননা লক্ষণের মত পুরুষের আজ বড়ই অভাব সমাজে।ভারতবর্ষের মাটিতে চলে শুধু রাজনৈতিক দুঃশাসন,দুঃশাসনের দল ওতে জানু চাপড়ায়।তাইতো রামায়ণ থেকে শুরু করে এই একবিংশ শতকের প্রতিটি নারীর পুরুষ স্পর্শে যে কলঙ্কঘটে, তার সুপ্ত কান্না কেবলই বাষ্প হয়েছে কাব্যের পাতায় আর মোমবাতির মিছিলে।শুনুন ভারত বর্ষ," নারী অসতী হয় না""নতজানু "সতীত্ব হতে বাধ্য করে স্বেচ্ছায় বা অনিচ্ছায়।পৈশাচিক পরমান্ন নিষ্ঠুর হাসির হাতছানি নয় ,১৯৪৭ এর স্বাধীন ভারতের নারীও চায় স্বাধীনতা।বলতে পারো ভারতবর্ষ, কবে হবে সেই স্বাধীনতা??একবিংশ শতকের প্রতিটি নারী আজ এই উত্তরের আশায়।হ্যাঁ ,প্রতিটি নারী আজ এই উত্তরের আশায়।নাম - পিংকা সিদ্ধাগ্রাম - নিয়ামতপুরপোস্ট - এস.বি.টুলিথানা - চাকুলিয়াজেলা - উত্তর দিনাজপুরপিন - ৭৩৩২০৯ফোন নং - 8759301168