ফসিল
Read Count : 133
Category : Poems
Sub Category : N/A
পদবী তাঁর খেটেল"খেটেল",, প্রকৃত শ্রমিক অর্থ.....এলোপাতাড়ি স্তুপীকৃত লাশের ভিড় কোথাও বা ছেঁদো গপ্পো....!ঐ চাকুরে গুলোর রক্ত-ঘাম খানা শোণিতশিরার ফাঁকফোকরেও কেমন জানি চিঁ চিঁ করে....কতগুলি বোদা পাকস্থলীর চিৎকার,,,,,!নির্বোধ সমাজ সম্বন্ধে;আঙুল খানা লাল লাগছে, ঘুমের মধ্যেই দন্তাঘাত হয়েছে বলে মনে হয়...একটানা একটা ব্যাথা....:" রক্ত খানা লাল বলে,?আজ্ঞে তোমাদের কি কাঁচা হলুদ.?