Title 025 Read Count : 130

Category : Stories

Sub Category : Science Fiction
মহামারির দিন গুলোয় আশার আভা || মুহাম্মদ উমর ফরহাদ

এই তো কিছুদিন আগেও কতো না সুন্দর করে স্কুল লাইফের মতো প্রতিদিন ভার্সিটিতে যেতাম। বন্ধুবান্ধব নিয়ে কত আবেগ আনন্দে জমে ছিলাম! তারপর তো ছিলো ঘুরাঘুরি চলাফেরায় আলাদা এক আনন্দ। কিন্তু এ কয়টাদিন বৈশ্বিক গৃহবন্দী কর্মসূচিতে পরে আমরাও ঘরবন্দী হয়ে পরি। মনে হচ্ছে এমন, যেনো অতীতকে ভুলতে বসছি কোনো এক শক্তির কাছে! ইচ্ছে সত্বেও ইচ্ছেরা মৃত। এখন মোয়াজ্জিনের আযান কানে ভেসে আসে, অথচ মসজিদে যাওয়ার অভ্যেসটা যেনো মৃত্যুদূতকে সামনে রেখে চলার মতো। সব কিছুতে হতাশা মোড়ে আছে। জোরপূর্বক নিজেকে বলতে হচ্ছে তুমি মরে গেছো, তুমি অতীতে যাবার ভুল স্বপ্ন দেখছো। তৎক্ষণে হতাশা ঝেড়ে একটা আশার বাণী পেলাম, "যখন তোমরা কোনো ভূখণ্ডে মহামারি ছড়িয়ে পড়তে শুনবে, তখন সেখানে প্রবেশ করো না। আর তা ছড়িয়ে পড়েছে এমন ভূখণ্ডে তোমরা যদি থাকো, তাহলে সেখান থেকে বের হয়ো না"। [বুখারীঃ হাদিস নং ৩৪৭৩]

প্রিয়ো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেয়া সেই অতীতের নির্দেশনা থেকে আমার আর কি বা আছে এমন আশাহত হবার, যা থেকে আমি আজও স্বস্তি নিতে পারি!

#ছোটোগল্প
Ⓦ - ১৩ এপ্রিল ২০২০

ছবিঃ মুহাম্মদ উমর ফরহাদ [রূহী]
বিশেষ হ্যাশ ট্যাগ #মহামারির_দিন_গুলোয়_আশার_আভা

Comments

  • No Comments
Log Out?

Are you sure you want to log out?