শুনতে কি পাও শিকাগো? Read Count : 69

Category : Poems

Sub Category : N/A
সহেলী চক্রবর্ত্তী
______________

শুনেছো শিকাগো? 
সাক্ষী ছিল ১৮-র ৮৬,,,
আটঘন্টা কাম মোদের, আটঘন্টা বিশ্রাম....
দেখো,,, ওই রক্তবৎ জীবাশ্মগুলি আজও বেঁধে না? 
ওই উল্কামুখোর দল ছেঁদেছিল তাঁদের..! 
কেন হেঃ...!
আমার, কালু দাদার, আলি ভাই-এর পদব্রজে র নিনাদ তোর ওই মঁজরী ফোঁটায় আসেনি বুঝি..! 
তোর গণনায় নির্ঘাত এ,,,,; রমন্যাস ঠেকছে,,, 
আমি তো একশোদশ পার করলুম রে..! 
তোর পঁচিশ গুনতি র নবজাগরণ এলো কি না বল্? 
তবে,,,,? 
অমেয় রক্তের দাম কেমনে চোকাবে কও,, 
তোদের শোষককথায় "খেটেল" দের পদবী জুটেছিল     "অপরাজিত"...... 
হয়তো বা আমি, কালু দাদা, আলি ভাই সমেত আরও গুটিকতক,,,,,,, 
এই তো গেল " শ্রমিক আন্দোলনের " পাঠ..... 
আচ্ছা, বল্ দেখি এই মারকাটের গঙ্গা য় উন্মগ্ন
লাশগুলির ক্ষতিপূরণ কেবল বিশ্বব্যাপী র একদিনের বিরতি? 
মেলেনি কো পর্যাপ্ত শ্রমিক-মজুরী, শ্রমিক-ভাতা..! 
শিকাগো..........?? 
তোর প্রথম রক্তের স্বাদ কেমন ঠেকেছিলো..?




Comments

  • No Comments
Log Out?

Are you sure you want to log out?