শুনতে কি পাও শিকাগো?
Read Count : 76
Category : Poems
Sub Category : N/A
সহেলী চক্রবর্ত্তী______________শুনেছো শিকাগো?সাক্ষী ছিল ১৮-র ৮৬,,,আটঘন্টা কাম মোদের, আটঘন্টা বিশ্রাম....দেখো,,, ওই রক্তবৎ জীবাশ্মগুলি আজও বেঁধে না?ওই উল্কামুখোর দল ছেঁদেছিল তাঁদের..!কেন হেঃ...!আমার, কালু দাদার, আলি ভাই-এর পদব্রজে র নিনাদ তোর ওই মঁজরী ফোঁটায় আসেনি বুঝি..!তোর গণনায় নির্ঘাত এ,,,,; রমন্যাস ঠেকছে,,,আমি তো একশোদশ পার করলুম রে..!তোর পঁচিশ গুনতি র নবজাগরণ এলো কি না বল্?তবে,,,,?অমেয় রক্তের দাম কেমনে চোকাবে কও,,তোদের শোষককথায় "খেটেল" দের পদবী জুটেছিল "অপরাজিত"......হয়তো বা আমি, কালু দাদা, আলি ভাই সমেত আরও গুটিকতক,,,,,,,এই তো গেল " শ্রমিক আন্দোলনের " পাঠ.....আচ্ছা, বল্ দেখি এই মারকাটের গঙ্গা য় উন্মগ্নলাশগুলির ক্ষতিপূরণ কেবল বিশ্বব্যাপী র একদিনের বিরতি?মেলেনি কো পর্যাপ্ত শ্রমিক-মজুরী, শ্রমিক-ভাতা..!শিকাগো..........??তোর প্রথম রক্তের স্বাদ কেমন ঠেকেছিলো..?
Comments
- No Comments