
করোনা ভাইরাস
Read Count : 172
Category : Poems
Sub Category : N/A
করোনা তুমি ছোটো অতি, অণুবীক্ষণ দিয়ে যাচ্ছ দেখা
তথাকথিত আজ জগৎ জুড়ে ধ্বংসের কারণে তুমি একা।
তোমার জন্য লাটে উঠেছে বিশ্বের বাজারের অর্থনীতি
শয়ে শয়ে বাড়ছে লাশ, হচ্ছে শঙ্কা, বাড়ছে ভীতি।
সব খবরের শিরোনাম আজ তোমাকে দিয়ে শুরু,
তোমাকে তাই মহামারি বলে ঘোষণা করছে মহান গুরু।
উন্নত, উন্নত দেশ, তাদের উন্নত চিকিৎসার মান!
সেসব এখন ইতি তুমিই এখন বর্তমান।