ক্লান্ত বিকেল
Read Count : 63
Category : Diary/Journal
Sub Category : N/A
সারাদিন পাহাড়-কাটা পরিশ্রমের পরনেমে আসে স্বস্তি ক্লান্ত বিকেলেমনি বিরাজ করে আনন্দঘরে ফেরার সময় হলো যেআর কাজ নয়অবসর নেবার সময় হল যে এখন মনে প্রফুল্ল থাকলেওদেহেন থাকে না বলমনে হয় সূর্যটা গ্রাস করে নিয়েছে দেহের সব বলকিন্তু মনের শক্তিকে গ্রাস করতে পারেনিসে শক্তিধর সূর্যকেননা মন জানেকষ্টের পরে স্বস্তি আসেঠিক যেমন দিনের পর রাত নামেআজ আমাদের মনের কাছে শিক্ষা নেওয়া উচিতমনোবল অটুট রাখারআসুন সকলে সচেতন হই আতঙ্কিত না হয়েমনকে যেমন গ্রাস করতে পারেনি সূর্যআমাদেরও তেমন গ্রাস করতে পারবে না তবে প্রাণঘাতক নোবেল করোনামনে রাখতে হবে যতই ক্লান্ত হই না কেন পরে অবশ্যই সস্তি অপেক্ষা করে আছে আমাদের জন্যআসুন সকলে ঘরে থাকি সুস্থ থাকি
Comments
- No Comments