
পাড়ের খবর
Read Count : 95
Category : Poems
Sub Category : N/A
আসছে, এগিয়ে আসছে এক-
অস্পষ্ট পায়ের শব্দ!
বাড়ছে, কেবল বাড়ছে এক;
হিসেবের যোগফল।
চড়ছে, আরও চড়ছে সব-
সহ্যের পারদ।
শুনছি, আরও শুনছি অনেক,
অভাবের অভিযোগ।
মিলছে না, মিলছে না সব-
আমাদের অধিকার।
নজর, অনেক নজর তাদের-
স্বভাবগত দাবীদার।
প্রতিরোধ,চাই শরীরে প্রতিরোধ,
মেলেনি এখনো সাড়া!
চলছে, এখনও চলছে তাদের,
খোঁজের ওপারের পর্ব।
বাঁঁচতে,চাই আরও বাঁঁচতে-
পুুরো একটা জীবন।
অপেক্ষা, আছে আরও অপেক্ষায়,
আসবে মুক্তির ডিঙি কখন?
সুকান্ত ঘোষ
০৮.০১.১৪২৭