সফেনে-র একদিন Read Count : 210

Category : Stories

Sub Category : Suspense/Mystery
(সহেলী চক্রবর্ত্তী)
------------------------ 
অঝোর শেষের ভেজা পিচে গামছা বন্দী ক্ষত,, 
অনুখেদিত গলির ফাঁকফোকরে তামাক খেকোটার পোড়া আস্তিন টা নজরে পড়েছিল বেশ.. 
সেদিন খানিকটা মিনমিনে ছিলাম.. বড্ড অবিবেচক একটা গন্ধবাহ,,, হাতের বাদামি প্যাকেটটা কুন্ডলী পাকিয়ে দিল..! 
কতগুলি বাদামের খোপড়ি পড়ে ছিল মোটে... 
পাগলটার লোলুপ মূর্তি টেনেহিঁচড়ে ওঁর কাছে নিয়ে যাচ্ছিল... 
এঁদো গলিতে সবটাই ধাঁধার কাব্য...! 
মোবাইল টা নির্ঘাত ঐ সোফার পাশটা তে ঘাপটি মেরে পড়েছিল...: -
কোন্ কুক্ষণে সেঁজুতি র বাড়ি থেকে ফ্রম দ্য ডেল্টা বই টা আনতে গিয়েছিলাম..! 
গোঁড়া সৃষ্টি র পাল্লায় পড়ে নিজের ওপরেই রুক্ষ ভাষা প্রয়োগ করেছিলাম... 
কি মার্জার নজর ওঁর,,, বাদামি রঙের গোল গোল গর্ত দুটো হাঁ করে গিলতে আসছে..
শেষ পর্যন্ত পৌঁছেছিলাম... আন্দাজেই,,,
ওঁর ওই খাবল মারকা হাতের বেশ ধকল ছিল... 
মুখটা অনায়াসেই বাড়িয়ে দিয়েছিলো,,, ক্ষিধের চোটে এই নৈমিত্তিক কায়াই বোধ হয় ওঁর মুহূর্তের সঙ্গী ছিলো... 
পড়ে থাকা ওই খোপড়িগুলো মুখের সামনে দিতেই কালো দাড়ির সুড়সুড়িতে অমনোযোগী হতে গিয়েও কোনো একপ্রকার ধরপাকড়ে আটকে ফেলেছিলাম নিজেকে,,,,,,,,,,,,, 
নেহাত ঐ দমকা মরুৎ টা চাক্ষুষ ছিলো,,,,! নইলে মুহূর্তমধ্যে ওটা প্যাচপ্যাচে ঠেকতো..! 
তবে খ্যাপাটা কিন্তু বেশ কিতাদুরস্ত..! 
পরিবেশ-টা ঘোলাটে হলেও আমার তিগ্ম কান দুটো কিন্তু মোটেই অমনোযোগী ছিলনা... ;
কচরমচর কচরমচর চলছিল বেশ...!
যেন সাবেকি আত্মার গন্ধ চাখছিলো ঐ খোপড়িগুলোর মধ্য দিয়ে...... 
অতএব নিতান্তই একটা আদিমতা,,,,,,,,,, 
মামুলি হোঁচট ই খেয়েছিলাম এই ভেবে যাবো যাবো,, তড়িঘড়ি আশেপাশের আলোর-খুঁটি গুলো দপদপিয়ে জ্বলে উঠেছিল..! সম্ভবত আন্ডারগ্রাউন্ড ফল্টের রাত ১০টা বেজে ০৫ মিনিট... 
সেই ঘনিষ্ঠ মেঠো গন্ধটা নাকে এসেছিলো................

Comments

  • No Comments
Log Out?

Are you sure you want to log out?