
Title 001
Read Count : 163
Category : Poems
Sub Category : N/A
-নিস্তব্ধ ঈশ্বর -নিস্তব্ধের আদোলে খুঁজেছি তোমায়,বৃষ্টি বিহীন ওই বিভীষিকায়।পিড়িত প্রান আজ তোমার অপেক্ষায়,ক্ষুধার্তরা সীমাহীন চোখে তোমার দিকে তাকায়।আমি ক্ষুদ্র দীন , তুমি অন্তহীন,তুমিতো সৃষ্টির স্রষ্টা।তবে আজ কেন এ তোমার বিনাশী রুপ ?ভেঙে যায় দেহ ক্লান্তির মোহে ,শরীরে প্রখর ক্ষুধা হাঁকরায়,বিশ্ব মাঝে রয়েছ তুমি,তবু দেখা নেই কেন তোমার এ যাত্রায় ?এসেছি চাইতে তোমার চরনে,মেঘ ভরা আকাশএই অশ্রু ভেজা নয়নে।ফিরিয়ে দাও ওই সোনালি ক্ষেত্র,ফিরিয়ে দাও এই সন্তানের হাসি,এই মন আজও তোমার অস্তিত্বে বিশ্বাসি।নতুবা মৃত্যু দেবে তো দিয়ে দাও আজি ,আমিও লড়ায়ে সর্বদা রাজী।শুধু সময় বয়ে যায়,অসময়ের দিন গুলো পেরিয়ে যাওয়ার অপেক্ষায়।জানি না আমি তোমার যাত্রার কারন,কত দিগন্ত পেরিয়ে তোমার কাছে পৌঁচেছি,তবু বুঝতে পারিনি অমি তোমার নিশ্বাসের ধরন ।তাই রয়েছি আজও নতজানু হয়ে,জানি তুমি অন্তহীনআমিও অবিনাশী ।।