ক্ষমা নেই! তোর ক্ষমা Read Count : 74

Category : Poems

Sub Category : N/A
  • তোমাকে ভালোবাসার আর কোনো কারণ দেখি না।
  • অথচ এখনো আমি শুধুই তোমাকে ভালোবাসি।
  • কেন ভালোবাসি? কেন ভালোবাসি?
  • কখনো আবার দেখা হলে কেঁপে উঠবে বুক, ঠিক প্রথম স্পর্শের মত।
  • হোক কোলাহল, জনারণ্য!
  • তোমাকে আরেকবার দেখলে হয়তো সব দ্বিধা ফেলে আবারও ছুঁতে চাইবো তোমাকে।
  • তোমার চিবুক বেয়ে নেমে আসা গোধূলির ধূসর ছুঁয়ে আর একবার রাত্রি নামবে আমার চোখে।
  • আমি তখন তোমাকে ছাড়া আর কিছুই দেখবো না দশদিকে।
  • তোমাকে মনে রাখবার আর কোনো কারণ দেখি না।
  • আর দশটা ভাঙনের মতোই ভেঙে গেছে আমাদের নীলিমা স্পর্শ করা যুগলবন্দী স্বপ্নের রেশ।
  • আমরা আমাদের তিক্ততাকে ধারণ করে হেঁটে গেছি উত্তর অথবা দক্ষিণ দুজন দুদিকে।
  • তবু আমি তোমাকে ভুলতে পারি না।
  • কেন পারি না? কেন পারি না?
  • যদি কখনো উত্তর-দক্ষিণ হয়ে আসা পথ মিলে যায় কোথাও,
  • যদি তা তৃতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপও হয়,
  • সেই নিখিল নরকে দাঁড়িয়েও নিজেদের ভগ্ন অস্তিত্ব নিয়ে আমি আর একবার তোমাকে ছোঁবো।
  • উষ্ণ আলিঙ্গনে মুছে ফেলবো আমাদের মাঝখানে জড়ো হওয়া এক জন্মের শীতলতা।
  • তোমার কপাল বেয়ে নেমে আসা স্বেদ কিংবা লোহূ আমার অধর ছুঁয়ে হবে মৃত্যুঞ্জয়ী।
  • হয়তো এমন কিছুই হবে না। 
  • আর কখনো হবে না চোখের আরাম, আর কখনো হবে না তোমাকে ছোঁয়া৷
  • হয়তো এসব অবশ অনুভূতিকে লালন করেই আমার যাবে সবকটা নিশ্বাস।
  • হয়ত তোমারও হবে না ধারণ করা মৃত্যুঞ্জয়ীর বেশ। গোলাপ নয়, প্ল্যাকার্ড নয়, নয় চাবুক কিংবা স্টেনগান,
  • এই জঞ্জালাদির শহরে তুমি হয়ত বয়ে বেড়াবে ধূমায়িত মোটা সেদ্ধ চালভর্তি টিফিন ক্যারিয়ার!
  • আমিও হয়ত মহাত্মা হবো না, কাটফাটা রৌদ্রে হয়ত ফুটপাতে দাঁড়িয়ে খুব পিপাসায় চিৎকার করে বলে উঠব, 
  • "ক্ষমা নেই! তোর ক্ষমা নেই!"

Comments

  • No Comments
Log Out?

Are you sure you want to log out?