B Read Count : 149

Category : Poems

Sub Category : N/A
প্রকৃতির কোলের কন্যারা যেমন হয়,
ঠিক তেমনই সেই আদিম বন্য ঝর্ণা ....
তিরতির.. ঝিরঝির..
অনর্গল অনর্থক ছোট ছোট উচ্ছাসের ঢেউ তুলে
হঠাৎ বর্ষার সমাগমে
মণিপুরী পাহাড়ের আনাচে কানাচে
দৃপ্ত সাবলীল ভঙ্গিতে স্বতন্ত্র ধাবমান ..।।
বল্গাহীন যৌবন জানে
কেমন করে পোষ মানে বনের প্রাণী।
নিপুণ ভাবে লক্ষ্যভেদ করতে জানে
তার তুণীরের তীক্ষ্ণ তীরগুলি...... ।।
পাহাড় কোলে হঠাৎ ছাওয়া বাদলা মেঘের মতো
ওই অশ্বারোহী যোদ্ধা নারীদের ছোট্ট দলটি ....
নেত্রী যার.. 'রাজকুমারী চিত্রাঙ্গদা' ..!!
রূপকথার রাজকন্যাদের মতো
 ডানা কাটা পরী নয়,
বরং.. বড়ো বেশী মানবী তার সত্ত্বা ...
মাটি ধুলো বালি আর পঞ্চ তত্ত্বে গড়া...
অতীব সাধারণীর আড়ালে
অজানা কোনো অ-সাধারণী..... ।।
চর্ম বর্ম বল্লম তীর তলোয়ারের
তথাকথিত পুরুষালী সাজে
সাবলীল তার ক্ষিপ্র গতিবিধি!!
মণিপুরের প্রজারা তাই
   নির্ভয়ে জাগে দিন.. নিশ্চিন্তে কাটায় রাত..!! 
কেয়ূর কঙ্কন, কুসুম চন্দনের কৃত্রিম সাজে নিজেকে, পুরুষ ভোলানোর সহজ গুণে গুণী করে তোলা..
হয় নি তাই, আজও..। 
লোকের মাপকাঠিতে, কুরূপা চিত্রাঙ্গদা!!
বলো...
কেমন করে ভোলাবে সে পান্ডবরত্ন পার্থের হৃদয়!!??

Draw Love can not satisfy us if we do not love ourselves, for when we go in search of Love with the emptiness inside, we find only a new emptiness.

চিত্রাঙ্গদা পেয়েছিল পার্থকে...।
যেমন সবাই পায়... অমনি ভাবেই...।
প্রণয় থেকে ধাপে ধাপে পরিনয় বন্ধন...।
প্রেম তাকে ধীরে ধীরে ধাপে ধাপে
সাধারণ সুরূপা নারীতে পরিবর্তিত করতে পেরেছিল
শেষ পর্যন্ত....।।
তার অসাধারণ কুরূপ বীর সত্ত্বার পরিচিতিটা
কবেই হারিয়ে গেছে কালের গর্ভে।
পরে রয়েছে একটাই সামান্য পরিচয়....
সে, অসামান্য বীর মধ্যম পান্ডব অর্জুনের
 অমুকতম রাণী ও অর্জুনপুত্র বভ্রুবাহনের মাতা ..।।
পার্থক্য শুধু এই.. যে..
তারই দেওয়া অভয়ে ধন্য হয়ে আজও তার মণিপুর
নিশ্চিন্তে যাপন করে রাত্রি ..... ।।
আজও রাণী একাই রক্ষী..... ।।
সামান্য... সাধারনী..... ।।.               ~~ Urmi 

Comments

  • No Comments
Log Out?

Are you sure you want to log out?