A
Read Count : 134
Category : Poems
Sub Category : N/A
নারীও নারীকে বিদ্রুপে জিজ্ঞাসা করেছিল.."দ্রৌপদী...?.. সে আবার ঊর্জস্বল কিসে??"ঠিকই তো...!!এক নয়.. দুই নয়..!! পঞ্চনাথবতী সে..!!পঞ্চ নাথ..!!আরে!! অর্থ,.. যার পঞ্চ স্বামী..।।পাঁচ পাঁচটি অজেয় গুণের অধিকারীকেনিজেকে সঁপে দেওয়ার ইচ্ছা প্রকাশেরইএমন বিষাক্ত পরিণতি....!!পঞ্চ অজেয় গুণ... তাও আবার একক পুরুষে??নারী ?? তোমার সাহস তো মন্দ নয় !!এমন ধৃষ্টতা তো স্বয়ং স্রষ্টাও নেন না মেনে..।।তাই, দেবতার বরেপঞ্চ নাথের সেবায় ভাগ হতে হোলো রাণীর ছদ্মবেশে..আরো এক নারীরই আদেশে...।সে নাকি এক 'মা'?? পঞ্চ রত্নগর্ভা..!!সেও নাকি কারো ভার্যা ?? অর্ধাঙ্গিনী ??সেও নাকি নারী.....।।নিয়তির কি চরম পরিহাস.... যে, সেও নাকি নারী ।।এ তো গেল,সংসারের ছোটখাটো ঘটিবাটির ঠোকাঠুকি ।।মনে রাখার মতো কি আর এমন ?পাঁচটি গুণ এক স্বামীতে থাকা অসম্ভব হলেও..নারী সব পারে সামলে নিতে..!!সে যে দশভুজা.. পরম মঙ্গলময়ী..।।কে যে কবে বেঁধে ছিল তাকে, এই 'দশভুজা'র ফাঁদে ??তাই তো সে দিন দ্যূতসভায়,শতোর্দ্ধ নপুংসকের মাথা ছিন্নভিন্ন করে নি সেতত্ক্ষণাৎ,লোলজিহ্বা খড়্গহস্তা ছিন্নমস্তামাত্র এক চতুর্ভুজা রূপে... ।।সেও নাকি দুই নারীরই অনুনয়ে । তারাও নাকি 'মা' ??যাজ্ঞসেনী...তোমার সে দিনের সেই একটিই না নেওয়া অনিবার্য পদক্ষেপ,আজও সরবে প্রশ্ন করে চলেছে...তুমি ঊর্জস্বল কিসে ??~~ Urmi