অপরাধ
Read Count : 133
Category : Poems
Sub Category : N/A
যখন প্রথম জন্ম নিলাম আমি,মা বলতো মুখে ছিল আমার অদ্ভুত একটা হাসি,ভালোবেসে তারা নাম দিল বহ্নি।।জানো মা-বাবার নয়নের মনি ছিলাম,ছোট থেকেই পড়াশুনায় খুব ভালো ছিলাম,ক্লাসে প্রথম ছাড়া দ্বিতীয় কোনো দিন হয়নি।পশুদের উপর ভালোবাসাটা ছোট থেকেই ছিল,তাই পশু চিকিৎসা নিয়ে পড়াটা শুরুও করা হলো,পড়া শেষে বাবা একটা চেম্বার খুলে দিল,সেখানে ধীরে ধীরে কত পশু আসতে লাগল,কিন্তু কেউ কোনদিন আঁছড়ে টুকু দেয়নি।।সব-ই চলছিল ঠিকভাবে,সেদিনও কাজ সেরেবাড়ির পথে ফিরছিলাম স্কুটি করে।কিছু দূরে গিয়ে দেখি,স্কুটি টা পাংচার হয়ে গেছে বড় রাস্তার মোড়ে।চারজন স্কুটি টা সারিয়ে দেবে বলেকাছে এলো অপ্রত্যাশিতভাবে।কিন্তু মা,আমি বুঝিনি ওদের মতলবটা।সেদিন রাতে ওরা চারজন মিলেছিঁড়ে খেলো আমার শরীরটাকে।জানো, তখন শুধু ভাবছিলাম,আর দেখা হলো না তোমাকে আর বাবাকে।জানো মা,শুধু তাই না তোমার বহ্নির জ্যান্ত শরীরটাবহ্নিতেই জ্বালিয়ে দিলো শেষটা।সারা শরীরে সে কি জ্বালা,সে কি যন্ত্রনা,সেদিন বুঝেছি মানুষ পশুর থেকেও নোংরা।।আমি তো কোন অন্যায় করিনি,ক্ষতিও করিনি ওদের কোনো,তবুও কেন আমায় এভাবে মরতে হলো?পরে জানলাম আমার জন্য মিছিল বেরিয়েছে,মোমবাতিও জ্বলছে দিকে দিকে,কিন্তু ওরা চারজন তো ঠিকই রয়েছে টিকে।জানো মা আমরা এখন আছি যেখানে,সেখানে আরও কত মেয়ে,কেউ আমার থেকে বড়,কেউ ছোটআবার কেউবা আমার-ই মত।জানো তারাও বিদায় নিয়েছে পৃথিবী থেকে,আমার মত কিংবা আমার থেকেও বেশি কষ্ট পেয়ে।এখানের এই ছোট্ট ঘরে,আছি খুব গাদাগাদি করে,কিন্তু খুব ভালো আছি,আছি খুব সুখে,আর ভয় হয় না ধরা খাওয়ার ওদের নৃশংস চোখে।আচ্ছা মেয়ে হয়ে জন্মানোটা এত বড় অপরাধ?সত্যিই কি ওদের কোনদিন শাস্তি হবে নাযারা করে যাচ্ছে দিনের পর দিন এত বড় পাপ?
Comments
- No Comments