আদরের আম্মা Read Count : 75

Category : Poems

Sub Category : N/A

 দাদুর পরেই বাড়ির সবচেয়ে বড় গুরুজন তুমি,
এ বাড়িতে সবার থেকে বেশি 
তোমাকেই ভালোবাসতাম আমি।
আমার কোন কিছুই লাগতোনা তোমার খারাপ,
আমার সব দোষ করে দিতে তুমি মাফ।
মেয়ে হয়েও কোন কিছুর বাধা ছিল না করার,
বরং কোন কাজ করার জন্য
ভরসা জোগাতে হাজারবার।
শরীর খারাপ হলেই 
আগে গিয়ে বলতাম তোমাকে,
তুমি বলতে কোন চিন্তা নেই কমে যাবে কালকে।
তোমার কোলে মাথা রেখে কত গল্প শোনা,
শুনতে শুনতে ঘুমের মধ্যে 
হাজারো স্বপ্নের দিন গোনা।
বাড়ি ফিরতে একটু দেরি হলেই
কত চিন্তা তোমার,
ফোন করে বাড়ি ফিরে আসতে বলতে বারবার।
প্রথম কিছু রান্না করলেই 
তোমাকেই আগে দিতাম,
কেমন হয়েছে তার বিবরণ টা
তোমার থেকেই নিতাম।
সাংস্কৃতিক জগতের অনেকটা স্থান জুড়ে
তুমি সব সময় থাকতে,
এমন কেউ বাকি ছিল না
যার সামনে আমার প্রশংসা করতে।।
অবশেষে এলোই সেই বিশেষ খারাপ দিনটা,
যেদিন আকাশজুড়ে কালো মেঘের ঘনঘটা।
২৮ জুন রাতে তোমার শরীরটা খুবই খারাপ হলো,
২৯ জুন আমার স্কুলে অনুষ্ঠান ছিল।
স্কুলে গিয়ে আমার অনুষ্ঠানের ঠিক আগে,
হঠাৎ দেখি,আমার দুই ভাই 
ডাকতে গেছে আমাকে।
ওদের দেখেই সন্দেহটা বাসা বাঁধল মনে,
বুঝেই গেছে দুর্ঘটনাটা ঘটেই গেছে আমার জীবনে।
বাড়ি এসে জানলাম 
তোমাকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে,
কিন্তু প্রাণহীন হয়ে তুমি বাড়ি ফিরলে।
মনে আছে ম্যাগি,চা আর পাউরুটির পকোড়া,
যা তোমার সব থেকে প্রিয় ছিল,
তবে সবই আমার হাতের রান্না করা।
চলে যাবার আগের রাতে
খুব খিদে পেয়েছিল তোমার,
কি খাবে জানতে চাইলে
বলেছিলে আমার হাতের ম্যাগি,
তবে ওই ম্যাগি তোমার খাওয়া শেষবার।
দুরাত আগে পাউরুটির পকোড়া খেলে,
শরীরটা খারাপ বলে একটা দিলাম,
হাসতে হাসতে বললে
"ভালো হতো আর একটা দিলে।"
আমার রেজাল্টের খবর পেয়ে
তুমি সবথেকে বেশি খুশি হয়েছিলে,
বলেছিলে ভালো হয় শ্রীরামপুর কলেজে চান্স পেলে।
শ্রীরামপুর কলেজে চান্স পেলাম,
তোমার ইচ্ছা পূরণ হলো,
তবে তুমি কিছুই দেখতে পেলে না
মনে এটাই দুঃখ থেকে গেলো।।
তুমি নিজের মনের মতো যা যা তৈরি করেছিলে,
সব-ই আগের মতোই আছে পড়ে,
শুধু সেই স্থানগুলো আজ শূন্য,
যেগুলো এতদিন তোমার দ্বারা হয়েছিল পূর্ণ।
দেখতে দেখতে চারটি মাস করে দিলাম পার,
সবক্ষেত্রেই তোমার কথা মনে পড়ে বারংবার।
হয়তো এভাবেই বছর কেটে যাবে,
তবু তুমি সবার অন্তরে
আজীবন স্মৃতি হয়ে থাকবে।
ছবিতে তুমি, অন্তরে তুমি, তুমি সব জায়গায়,
তোমার কথা মনে পড়লেই
খুব যে কান্না পায়।
তোমার আমার সম্পর্ক হয়তো সবার জানা,
আমি তোমার তুনতুন,আর,
তুমি শুধু আমার একার "আদরের আম্মা"।।

Comments

  • Dec 07, 2019

Log Out?

Are you sure you want to log out?