
কবিতা
Read Count : 204
Category : Poems
Sub Category : N/A
নীল অরণ্য___অরণ্য মোমেনকোন একদিন চোখ ছলোছলো কিছু জীর্ণ শীর্ণ আবেগ নিয়েভালবাসতে ছুটে আসবে তুমি,সেদিনটায় তোমার চোখের ঝিলেবেদনায় চাপা এক অস্ফূট নীলঅরণ্য হবো আমি।ভালোবাসার সব নীল পদ্মমাতলা নদীর মতো বিরহী সুরে সুরেফুটে উঠবে তোমার চোখের বর্ষায়।অতীত কোন রোমাঞ্চের গীটেআমায় তুমি মায়া করে রাজপুত্তুরভাববে মিছে কল্পনায়.খুব কাছে আমি তবুও সেদিনটায়আর কোথাও নাপাবে বিদেহী এই আমায়।ফুলনদেবীর মত একটু ছুয়ে দেখতেএক নারী খল চরিত্র ভর করবেতোমার মস্তিষ্কে থেকে কলিজায়।সবুজ অরণ্যে নীল পদ্ম এই আমিসেদিনটায়ও যদি এক গুচ্ছ পদ্মহৃদয়ে বলি আমি ভালোবাসিতোমায় অনেক বেশি!তখন তুমি কি বলবে! কি করবে?কয়েকফোটা জল বুনে দিওমঞ্জিলে একাকী দাড়ানোআমার সবুজ গুল্মের পাশে।তবুওতো পাশাপাশি থাকবোসেদিন দুজনে হেসে।
Comments
- No Comments