
আমার না বলা কথা
Read Count : 127
Category : Poems
Sub Category : N/A
2013 সালের লেখা আমার একটা কবিতা, যা আজ প্রকাশ করলাম
কবির কল্পনাই ভেসে বেড়ায়,
জানি না কার খোঁজে ?
হয়তো সেই হাসির জন্য,
যা ভাসে আমার মনে রোজে .
কখনো ক্লান্তির খোঁজ , তারই জন্য,
কখনো উৎচ্ছাস কাঁপায় সেই অরণ্যে.
জানি না সেই পাখির গল্প
যা রোজে আসতো অল্পো,
ধীরে ধীরে কাটলো সেই আশা,
পরিনিত হলো আমার ব্যর্থ ভালোবাসা?
জানি না সে কী নাম?
পেলাম কী এই ভালোবাসার দাম,
জানি না, আর সে আসে না কাছে,
শুনাই না, তার সেই গান, পাছে,
জানি না বিষাদের এই ছবি
কখনো ডাকে আমায় কেউ বিষাদের কবি ?
বুঝেনি সে অন্তরালের কথা,
যা হৃদয় ভেদ করে সেই ব্যাথা .