
Vampair Girl
Read Count : 109
Category : Stories
Sub Category : Horror
স্কুল শেষ করে কলেজে ভর্তি হলাম ।অনেক বান্ধবী হয়ে গেছে। আমি অনেক দিন ধরে একটা মেয়ের দিকে লক্ষ করছিলাম ।ঐ মেয়েটাকে কিছু জিজ্ঞাসা করলে এড়িয়ে যেতে চায় ।ঐ মেয়েটা আবার আমার প্রতিবেশী ।ঐ মেয়েটা ওর বাড়িতে একাই থাকত।তবে অদ্ভুত ব্যাপার ঐ মেয়েটা এই জায়গায় আসায় পর থেকে বেশ কিছু লোক মারা যাচ্ছে ।সব মৃত দেহগুলো খুঁজে পাওয়া যাচ্ছেনা তবে যা পাওয়া যাচ্ছে তা রক্তশূন্য দেহ।একদিন রাতে আমার ঘুম আসছিল না।আমার রুমের পাশে বেলকনি আছে আমি সেখানে গিয়ে দাড়ালাম।আমার চোখ রাস্তার দিকে যেতেই দেখলাম এক বিভৎস দৃশ্য ।একটি মেয়ে ছোট একটি বাচ্চার ঘাড়ে কামড় দিয়ে রক্ত চুষে খাচ্ছে ।ভালো করে খেয়াল করতেই দেখলাম এটা কলেজের সেই মেয়েটা ।ঐ মেয়েটা আমার দিকে তাকাল কী ভয়ঙ্কর চেহারা ।চোখ দুটো রক্তের মতো লাল দাঁতগুলি বেরিয়ে আছে সারা মুখে রক্ত এ দৃশ্য সহ্য করতে না পেরে দৌড়ে ঢুকে গেলাম ।এসব কথা চিন্তা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেও পারিনি সকালে জানতে পারলাম যেখানে ঐ মেয়েটাকে দেখেছিলাম সেখানে একটা বাচ্চার লাশ পাওয়া গেছে ।পরে আর ঐ মেয়েটার খোঁজ পাওয়া যায়নি ।