Category : Poems
Sub Category : N/A
একদিন সেই ভোর খুঁজবো,,যে ভোরে তুমি হাত টেনে বলবে,,আর একটু শুয়ে থাকোনা পাশে!!!!!
দুষ্টু মিষ্টি কথায় মুখ লুকাবে শারীর আঁচোলে আর,,আর আমার হাসি ছরাবে নরম বালিসে।।
শুনছো তুমি?? শুনছো আমার কথা??
একদিন শীতের সকাল খুঁজবো,,রোদের চাদোর জরিয়ে,, দুহাত ভরে আদোর মাখাবো।।
তোমার ঠোঁটে চায়ের চুমুক,, ফ্রেম বন্দি করে রাখবো। ।
হাসছো কেনো?? কি ভাবছো তুমি??
শোনো না,,একদিন নিঝঝুম দুপুর খুঁজবো,, লাল শারী, আলতা,টিপ,আর সিদুঁর তোমার হাতে পোরবো। ।
তোমার মতো করে সাজবো,,আর আমি তোমায় আমার পছন্দের গান শোনাবো!!
কি হলো?? কি দেখছো এভাবে??
জানো একদিন বিকাল খুঁজবো লাল আকাশের,,তোমার কাধে মাথা রেখে অবসর সময় কাটবে সূ্র্যের অস্ত যাওয়া দেখে,,
ভালোবাসা,, রাগ,, অভিমান,, কতোটা আছে তা জানি না,, শুধু বলবো আছি অনেক সুখে। ।
জানো অনেক কথা বলতে চাই তোমায়,, তবে সময় আর মনের তাল খুঁজে পাই না,!
আচ্ছা শোনো,, জোৎস্না ভরা রাত খুজবো,, চিলে কোঠায় তুমি আমি এক বালিসে মাথা রেখে তারা গুনবো।।
তোমার ছোঁয়ার সিহরনে তাঁরা খসে,, চাইলে তুমি চাঁদের আরালে আদোর করবো,,