
Category : Diary/Journal
Sub Category : N/A
হ্যাঁ আমার বৃষ্টি খুব প্রীয় "সেই মেঘলা কালো আকাস,, পুকুর,, নদী থই থই জল,, আর সবুজ ঘাস পাতা গুলো কেমন বৃষ্টির ফোটায় দুলতে থাকে।।
হ্যাঁ আমার বৃষ্টি খুব প্রীয়,, যখন বন্ধো ঘরের জানালায় বসে প্রকৃতীর সেই অপোরূপ সৃষ্টি দেখি,, তখন দমকা হাওয়ার দাপোটে এক ফসলা বৃষ্টি আমার জানালা পেরিয়ে চোখ মুখে ভিজিয়ে বলে,, তুমি ভিজবে না আমার সাথে??
হ্যাঁ আমার বৃষ্টি খুব প্রীয়,, সেই যে ভরা বৃষ্টি তে চোখ বুজে বৃষ্টিকে আপন করা,, যেন তখন বৃষ্টি আমায় বলে যায় তোমার সব কান্না আমি নিয়ে গেলাম,, আর তোমার জন্যো সোনালি সকাল রেখে গেলাম। ।
হ্যাঁ আমার বৃষ্টি খুব প্রীয়,, সে যে ঠোঁটে হঠাৎই ভালোবাসার গান এনে দেয়,,সে যে ভালোবাসার মানুষ গুলোর অভিমান ভাঙ্গিয়ে নতুন প্রেমের গাঁট বন্ধন করে,,
হ্যাঁ আমার বৃষ্টি খুব প্রীয়,,সে যে আমায় দুস্যাহসী প্রেমিকা করে তোলে,, আমাদের মন বা শরীর সে সব দূরত্বের লাইন ধুয়ে দিয়ে যায়। ।
হ্যাঁ বৃষ্টি আমার খুব প্রীয়,, সে যে নতুন করে ভাবতে শেখায়,, জীবনে কালো মেঘের মতো অন্ধোকার সময় যদি আসে তবে ভয় পেও না,, সে যে তোমার উজ্জল সকাল খুজছে,,
তাই তো বৃষ্টি আমার খুব প্রীয়,,