
ইতি
Read Count : 152
Category : Poems
Sub Category : N/A
প্রেমে বিশ্বাস করে না এ মন
যন্ত্রনায় কাতর হয়ে আছে,
ভাবতো এক সময় এখন আর ভাবেনা সারাক্ষন
দেহ চাইতাম না মন চাইতাম পাইনি পেয়েছি দুঃখ,
ভুলে গেছি ভাবতে,
জেনে গেছি তার কাছে ছিলাম খুব সূক্ষ
কলম থামতে চাইছে মন চাইছে লিখতে,
দুঃখ প্রকাশের এটাই তো শ্রেষ্ট উপায়,
অনেক কিছু শিখেছি, চাইতাম আরো কিছু শিখতে
হয়তো আজ সে কাছে নেই রয়েছে তার স্মৃতি,
বিদায় জানিয়েছে সে আমাকে,
আর ভাষা আসছে না তবুও বলছি সে জানিয়ে ছে চির জীবনের মতো আমাকে ইতি
-গৌতম কুমার রজক (সুরজ )