Category : Poems
Sub Category : N/A
অতীতের স্মৃতিগুলি ফিরে আসে বার বার,। ফেলে আসা দিনগুলো,ভাবি মনে যতবার.…. সেই যে হাবিব চাঁচা,হাসিমাখা মুখ তার। মুখে দাড়ি পাকাকাঁচা,বুকে ভারী মায়া যার। নদীতীরে ছোট গ্রাম,সে আমার সে আমার। থাকতাম মিলেমিশে,গ্রাম জুড়ে সকলে। সকলকে ভালোবেসে ,রাতদিন সকালে। ছিল নাতো জাতপাত,হিন্দু-মুসলমান......... মেলামেশা দিনরাত,এক দেহ,এক প্রাণ। নদীতীরে ছোট গ্রাম সে আমার সে আমার। পুজো আর পার্বনে চেনা পথে সারাদিন| ঈদ্ কিবা মহরমে, চলাফেরা রাঁধাহীন | মায়ের আদর ভূলে, দৌড়ে যেতাম চলে| সব জাতপাত ভুলে,নিশ্চিন্ত চাচির কোলে-- নদীতীরে ছোট গ্রাম, সে আমার সে আমার | আজ যেন বড় হয়ে,দেখি সব ভিন্ন। গাছটা তো গেছে রয়ে,মূল শুধু ছিন্ন। নদী চর পরে আছে,নেই শুধু জল তার,। স্মৃতিটুকু পরে পিছে,চরিত্ররা নেই আর। নদী তীরে ছোট গ্রাম,সে আমার সে আমার।