
প্রাক্তন
Read Count : 78
Category : Poems
Sub Category : N/A
- অপু,তুমি কেমন আছ, খুব জানতে ইচ্ছা করে, এখন জানি তুমি আর ভাবনা আমার তরে| জানি তুমি সুন্দর, তুমি কতো মধুর, তোমার জীবনে অন্য কেউ,আমি অনেকসুদুর ৷ জানো, তোমার দেওয়া আমাকে লেখা সেই কবিত| ,প্রতিরাতে পড়ি , আর ভেসে ওঠে তোমার হাসি মুখটI. তোমার মনে পড়ে!স্কুল পালিয়ে নদীর ধারে বসা, কত না গল্প আমাকে শোনাতে, কত না ভাললাগা । তুমি আমাকে বলেই ছিলে., কতটা ভালোবাসো | সেদিনগুলি আজ হয় তো তুমি ভুলেই গেছ | নতুনের স্বাদে পুরোন ভালবাসা বিলীন করেছ তুমি" নতুন ভাবে নতুন সাজে রঙ্গিন স্বপ্ন আনি| কিন্তু অপু., আজও আমি ভুলতে পারিনী তোকে, আজও প্রতিটি রাতে বুকের মন্ত্রনা কেঁদে কেঁদে ওঠে ৷ ভালবাসি তাই.,বলছি তোমাকে নতুনের হয়েই থেকো., আমার যন্ত্রণা আমারই থাক.,তাকে তুমি ভাল বেসো| বিদায় বেলায় একাট কথা জানিয়ে যাব তোকে., এখনো আমি., আমার হৃদয় আজও তোকেই খোঁজে |