রাতের চিঠি আসে, ঘুমোতে যাই।ঘুমের পরতে পরতেলিখে রাখি মহাকাব্যজারণ-বিজারণ পালা।তোমার চোখের কাজলনেমে আসে নদী, শেষরাতে।উষ্ণ ঠোঁট পান করে ধারাসব জল সব ঢেউ জমা হয় বুকে।
রাতের চিঠি আসে, ঘুমোতে যাই।
ঘুমের পরতে পরতে
লিখে রাখি মহাকাব্য
জারণ-বিজারণ পালা।
তোমার চোখের কাজল
নেমে আসে নদী, শেষরাতে।
উষ্ণ ঠোঁট পান করে ধারা
সব জল সব ঢেউ জমা হয় বুকে।
Are you sure you want to log out?