সেই মেয়েটা Read Count : 125

Category : Poems

Sub Category : N/A

#সেই_মেয়েটা

#শুভদীপ 

বাতাস এসে উড়িয়ে কেশ--

বললো হেসে, আছিস তো বেশ! 

আমি বললাম, মনের দুয়ারে দিচ্ছিস কেনো নাড়া?

বাতাস বলল, ঘরের কাজ হয়েছে কি তোর সাড়া?

আমি বললাম, কাজ হয়না কখনো শেষ, 

একটার পর একটা, থেকেই যায় গত কাজের রেশ। 

বাতাস বলল, চল তাহলে, একটু বেড়িয়ে আসি, 

সাত-সমুদ্র, তেপান্তর, সোনার পাহাড়, সবই তো ভালোবাসি। 

চল মেয়ে, আজ না হয় যাই শরতের কাশ বনে, 

দেখবি, আমার আবেশে কি অনুভূতি জাগে মনে, 

চল, না হয়, তোকে নিয়ে যাই গড়ের মাঠে, 

রৌদ্র ছায়ায় প্রেমিক যুগল দেখবি কেমন সাঁতার কাটে?

কিংবা না হয় ভিক্টোরিয়া, নিদেনপক্ষে বাবু ঘাটের তির, 

একঘেয়েমির দেওয়ালটাকে এইবারে ভেঙে কর চৌচির, 

এই মেয়েটা চল না, চল। 

একটু না হয়, এআকাশ ওআকাশে উড়ি, 

পাখীদের সাথে গল্প, দিলি না হয় মনের আবেগকে একটু সুড়সুড়ি।

যাবি, মেয়ে, চল না রে আমার সাথে?

মনের সুপ্ত ইচ্ছে গুলোর সাথে একটু কথা বল, 

চল না, একটি বার, আমার সাথে চল। 

না রে বাতাস, আমার এখন আছে অনেক কাজ, 

রান্না-বান্না, মেয়ের টিফিন, ওনার ডিউটি, সময় নেই আজ। 

মেয়ে ফিরলে, স্নান করিয়ে, খাইয়ে, ঘুম পাড়ানো--

বিকেলে মেয়ের টিউশন, আঁকা আর ঘর সাজানো, 

রাতে উনি ফিরলে খাবার বানানো, মেয়েকে দেখা, 

এভাবেই চলে আমার দিন রাত্রি, আমার ভাগ্য রেখা। 

সারাটা দিন এদের জন্য বাঁচা-মরা, 

সবার সাথে থেকে, সবার মনকে নতুন করে পড়া। 

তাই বাতাস, সময় নেই রে, নিজের সাথে চলা, 

নিজের ইচ্ছায় বেঁচে, নিজের সাথে কথা বলা।

একদম সময় নেই।। 

Comments

  • No Comments
Log Out?

Are you sure you want to log out?