Category : Stories
Sub Category : YoungAdult
বিয়েটা আজ করেই ফেললো, বেশ ভালোই হলো। আর কেউ এই নিয়ে কোনো কথা বলতে পারবেনা, অনেক কথা শুনতে হয়েছে প্রলয় আর নীলিমা কে। নীলিমা একজন বিধবা তার দু বছরের একটি কন্যা সন্তান ও আছে। স্বামী মারা যাওয়ার পরেই প্রলয়ের সঙ্গে আলাপ হয় নীলিমার একটি বিয়ের বাড়ির অনুষ্ঠানে, প্রলয় আর নীলিমা একই পাড়ার, কিন্তু কেউ কাওকে সেরকম ভাবে জানতোনা। বিয়ের মণ্ডপে ঠিক সিঁদুর দানের সময় নীলিমা উপস্থিত ছিলো সেখানে, আর সেই মুহুর্তেই নীলিমা কে এক ভদ্র মহিলা বলেছিলেন তুমি এই শুভ অনুষ্ঠানে থেকোনা এদের অকল্যাণ হতে পারে। এই কথা শোনার পরই প্রলোয় প্রতিবাদ করেছিলো, বলেছিলো ওই ভিডিও মহিলাকে আপনি কোন যুগে বসবাস করছেন? আজকের যুগেও এরকম কথা বার্তা? আজ এনার এরকম হয়েছে কাল আপনার মেয়ের ও হতে পারে! রেগে গিয়ে ওই ভদ্র মহিলা ওদের দুজনকে ব্যঙ্গ করে বলেছিলেন তোমার যদি অতো দয়া হয় তাহলে তুমি কেনো ওই মেয়েকে বিয়ে করছ না? তারপর থেকেই কানা ঘুষো চলতে থাকে লোকের মধ্যে। তারপর প্রলয় তার বাড়িতে সব জানায় এবং এক প্রকার বাধ্য করে তাদের তারা যেনো ওই মেয়েটিকে মেনে নেয়। আসলে প্রলোয়ের ও নীলিমাকে ওর মিষ্টি স্বভাবের জন্য ভালো লেগে গিয়েছিলো। তারপর দুই বাড়ির তরফ থেকে কথা বার্তা ঠিক হয়ে যাওয়ার পরে আজ ৬য় মাস পরে ওদের বিয়ে হয়ে গেলো। এখন ওরা ভালোই আছে। কুসংস্কার