
শুভ জন্মদিন
Read Count : 168
Category : Poems
Sub Category : N/A
শুভ জন্মদিন তমা আজ তোর শুভ জন্মদিন, দিনটা কখনোই মনে করাতে হয় না আমায়। দু চোখের পলক যেন পড়তেই চায়না কখন তোকে শুভেচ্ছা জানাবে সেই আশায় রাতভোর তাদের জেগে থাকা। নতুন আরও নতুন কিছু করার চেষ্টা আমার চিরকালীন অপটু হাতে ! সে আনন্দ যেন আমারই -- আজ আর তোকে স্পর্শও করেনা। আমার আনন্দ ,দুঃখ ,বেদনা আজ আর তোর চোখে পড়েনা । তাইতো আমার দেওয়া যা কিছু জায়গা নিয়েছে সবার পিছু। ওরাও বুঝে নিয়েছে সব সুন্দরের মাঝে ওদের কোন স্থান নেই , আধুনিকতার মাঝে ওরা বড় বেমানান । তোর মুখে আগের মতো হাসি ফোটাতে আজ ওরা ব্যর্থ ॥ যেখানে উপস্থিতিরই কোন মূল্য নেই আবেগ সেখানে কোন কাজে আসে না -- বুক ফাটে তবু মুখ ফোটে না । সকল ভাল তোর হোক, খারাপ না হয় আমিই নিলাম । ভাল থাকিস ,সুখে থাকিস জন্মদিনে বার্তা দিলাম ॥