
Category : Poems
Sub Category : N/A
অন্ধ সমাজ
সুপান্থ পুইতন্ডি
দিনের আলোয় সবারই সামনে
ভ্রষ্টা হল মেয়েটা
নিজের কাজে ব্যস্ত সেজে
তাকিয়ে দেখল সমাজটা।
সবাই শুধু দেখল তাকিয়ে
প্রতিবাদ কেউ করলো না,
চোখের জলতো শুকিয়ে গেছে
মনটাও কারো ভিজলো না।
পরের দিনে লোক দেখানো
শোকমিছিল আর মোমবাতি,
অপরাধকে জয় করে সব
সেলফি দিল রাতারাতি।
প্রশাসন করে নিজের কাজ
নামগুলো সব চেনা,
বাঁচাতে তাদের কীভাবে হবে
রাস্তাতো সব জানা।
রোজ যেমন ওঠে সু্র্য
আবার একবার উঠল,
আবার সমাজ সব কিছু ভুলে
নিজের গতিতে চললো।
অপরাধকে বাঁচিয়ে রেখে
যে, প্রানটা গেল চলে,
যাবার সময় সমাজটাকে
অনেক কিছু গেল বলে।
আমরা শুধু দেখছি
হয়তো আরো দেখবো,
ঘরের কোনে হালকা মেজাজে
লড়তে হবে বলবো।
দিনগতপাপক্খয় চলছে আর চলবে
আবার নতুন সূর্য উঠলে
আমরা নিজের মতোই চলবো।।
,,,,,, ,,,,,,,,,,,, ,,,,, ,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,, ,,,,,,,,,,,
Comments
- No Comments