স্বাধীনতা Read Count : 136

Category : Poems

Sub Category : N/A

স্বাধীনতা 



      সুপান্থ পুইতন্ডি 



স্বাধীনতা তুমি মৃত কৃষকের

না খেতে পাওয়ার দিনগুলো, 

স্বাধীনতা তুমি অন্ধ মেয়ের 

ভ্রষ্টা হবার রাতগুলো। 

স্বাধীনতা তুমি সাদা নীল পাড়

গেঢ়ুয়া রঙের ছায়া, 

স্বাধীনতা তুমি ভন্ড নেতার 

গদি না ছাড়ার মায়া। 

স্বাধীনতা তুমি সারদা নারদা 

রাম রহিমের লড়াই, 

স্বাধীনতা তুমি সেবার আড়ালে 

শিল্পপতির বড়াই। 

স্বাধীনতা তুমি মৃত কাঁধে নিয়ে 

স্বামীর হেঁটে যাওয়া, 

স্বাধীনতা তুমি ধর্মের আড়ালে 

পুঁজি বাড়িয়ে যাওয়া। 

স্বাধীনতা তুমি ভাগাড় কান্ডে 

মরা মাংস খাওয়া ,

স্বাধীনতা তুমি ঝোপের আড়ালে 

শিশুকে কুড়িয়ে পাওয়া। 

স্বাধীনতা তুমি এগিয়ে চলেছো

বার্ধক্যের দিকে, 

কমেছে তোমার উজ্জ্বলতা 

দৃষ্টি হয়েছে ফিকে। 

তুমি আজ শুধু নাচে আর গানে 

পাড়ার মোড়েতে জলসা, 

ভন্ড নেতার পতাকা তোলা 

মিত্থে ভাষনই ভরসা। 

ভুলেছো তোমার বীর সেনাদের 

ভুলেছো শহীদ বিপ্লবী, 

তাইতো আজ ভন্ড নেতার 

ছবির নিচে তাঁদের ছবি।। 

 ,,,,,,,,,, ,   ,,,,,,,,,,,, , ,,,,,,,,,,,,   ,,,,,,

Comments

  • No Comments
Log Out?

Are you sure you want to log out?