একটি তারার খোঁজ Read Count : 18

Category : Poems

Sub Category : N/A

রাতের শহর ঘুমিয়ে যখন

একলা জেগে আমি,

দুছোখ তখন ঘুম ছেরেছে

সপ্ন নামি দামি।

আকাশ কেমন শান্ত হয়ে

দিচ্ছে পারি মেঘ,

টিপ টিপ ঐ তারা জেনো

কোন মনের আবেগ।

চাঁদ টা কেমন সাদা কালো

ঘুম জরিয়ে চোখে,

তোমার শহর শান্ত ভারী

বলছে আমায় ডেকে।

একটি তারা পরলো খসে

কোন অজানা দেশে,

কার কবিতার জলসাঘরে

যাচ্ছেa ছদ্মবেশে। 

ঝিঁঝি পোকার সোরগোলে আজ

ট্রাফিক লাগে ফিকে,

চুপ চাপ এই অলিগলি

জোনাকিরা চেয়ে থাকে।

ঘুম যে আমার ঠিকানা হীন

পেলে তার কেউ দেখা,

দিও তারে এই বার্তা আমার

রাতটা বরোই একা।

Comments

  • Apr 03, 2019

Log Out?

Are you sure you want to log out?