খিদে! Read Count : 105

Category : Diary/Journal

Sub Category : N/A
আসলে বাচ্চামেয়ে,ভোলানো সোজা,প্রতিবাদের কারন খুজে পায়না,তাই এই শিশুদেরই টার্গেট করা হোক!
ছোট চকলেট বা বিস্কুটের লোভ দেখাবো,খরচাও কম সাথে হ্যাপাও নেই বেশি,দুচারটে মিষ্টি কথা বলব,ভাববে,
'কাকু খুউব ভালো'!
আট বছরের যোনি হোক বা আঠেরো বছরের,বীর্যপাত করা নিয়ে কথা!আমরা বিকৃতকাম নই,আমরা পুরুষ, পৌরুষত্ব আমাদের যৌনাঙ্গে বয়ে চলছে!
নির্ভয়া হোক বা সভয়া,সুজেট জর্ডন হোকবা আসিফা,দিল্লি হোক বা কলকাতা, পৌরুষত্বের প্রমান দেখাই সবজায়গায়!
কি হবে?দুদিন মিডিয়া বহুত নাচবে,ক্রিকেটার থেকে সেলেব..সবাই টুইট করে সরকার আর সমাজব্যাবস্থার নপু্ংশকতাকে তুলে ধরবে, মাঝরাতে দুই বিরোধী পার্টির দলনেতা-নেত্রীরা হেঁটে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানাবে,সোসাল মিডিয়ায় দাপটে কিছু উঠতি টিন-এজার আর বড়রা দুঃখ প্রকাশ করবে, লাইকস,কমেন্টস পড়বে আর তারপর কিছুদিন পর সব চুপ!
দুদিন পর রহিমকাকার মেয়ে দল মিনিট লেট করলে সেই বাবার কপালে চিন্তার ভাঁজ পড়বে, পাড়ার বখাটে ছেলেগুলোর থেকে বাঁচতে অঙ্কিতাকে সেই বাবার সাথে বাড়ি ফিরতে হবে, লাখটাকার চাকরি পেয়েও নাইট ডিউটির কারনে অভাবী স্নেহাকে চাকরি ছাড়তে হবে,দিদিকে আবার সাইকেলে করে আনতে যেতে হবে ভাইদের!
"দিনকাল ভালোনা তো,তাই".পরদিন সেই মোমবাতি জ্বালানো ছেলেটা প্রেমিকার বাড়িতে গিয়ে জবরদস্তি করবে,পাড়ার বখাটে ছেলেগুলোকে দেখা যাবে 'Respect Women'এর ট্যাগলাইনে,সেই দলনেতাকে দেখা যাবে মেয়ের বান্ধবীর 'হোয়াটস্আ্যপে'নিজের নগ্ন ছবি পাঠাতে!
আর আমরা?আমরা অপেক্ষা করে যাব সবকিছু একদিন থামবে সেই আশায়,যে ঈশ্বর একটা শিশুকে চোখের সামনে টানা সাতদিন ধর্ষিত হতে দেখল,ভরসা করব তার ওপর!
ধর্ষকদের কোনো জাত হয়না,হয়না কোনো লিঙ্গও,ওরা নপুংশক, বীর্যপাতেই ওদের পৌরুষত্ব...সব জানব আমরা, কিন্ত কোনও মহিলা চোখের সামনে ধর্ষিতা হলে এগিয়ে যাবোনা,প্রতিবাদের জন্য আমরা 'সোসাল নেটওয়ার্ককেই' প্রেফার করব,
"বাকি কি হল সেসবে জড়িয়ে লাভকি?আমার মা-মেয়ে-বউতো নয়,রেপটা হোক,মেয়েটা ক্ষতবিক্ষত হয়ে যাক,সকালে পেপারে হেডলাইনটা দেখি,তারপর নাহয় ভাবা যাবে!.."
হ‍্যাঁ,এটাই আমরা, প্রতিবাদটাও স্বার্থপর আমাদের,কারন ভেতরে ভেতরে আমরাও জানি,

বরুন বিশ্বাসরা যে বেশিদিন বাঁচেনা!                   #সৌরভ.

©iamsrv1996

Comments

  • No Comments
Log Out?

Are you sure you want to log out?