অব্যক্ত Read Count : 117

Category : Poems

Sub Category : N/A
যদি সত্যি বন্ধুত্ব ছিল.... 
কেন বারবার কারণে-অকারণে ঽাতটা ধরতিস. 
কেনইবা কয়েকটা দিন দেখা না ঽলে যাব না যেনেও বারবার ফোন করতিস 
কেন আমার সব কিছুকে প্রথম থেকে মেনে নিয়েছিলি.... 
কেনইবা আমার থাকা না থাকায় এত উদ্বিগ্ন ছিলিস 
কয়েক মুহূর্তের অফলাইন থাকা কেন তোকে বাধ্য করত আমায় ফোন করতে... 
কেন আমাকে তোর অভ্যাস বানিয়ে ছিলি
কেনইবা আমার ভয়ের কথা ভেবে শক্ত করে জড়িয়ে ছিলি গোটা পথ
তুই জানতিস আমি তোকে খুব বিশ্বাস করি
এত করে কেন বিশ্বাস নিয়ে খেলা করলি 
রাস্তা পারকরার সময় কেনইবা ঽাতটা ধরেছিলি.... 
কেন বসে বসে বারবার ঽাতে ঽাতে খেলা করেছিলি
আর কেনইবা....  তোর ক্লান্তির সাম্রাজ্যে আমায় খুঁজে ছিলি তোর কাছে 
কিসের এত অধিকার বোধ.... 
নিজের বুকে হাত রেখে একটা বার তোর চোখটা বন্ধ করে আমায় মনে কর..... 
ধরেনে তোর কাছে আমার শেষ চাওয়া.... 
এবার শুধু বল যে..... 
এসব কি শুধুই বন্ধুত্ব.....
নাকি অব্যক্ত কিছু....... 

Comments

  • No Comments
Log Out?

Are you sure you want to log out?