
আত্যহত্যা ভূল সিদ্%
Read Count : 111
Category : Scripts
Sub Category : Tv
তুমি কি মনে কর তোমার সকল সমস্যার সমাধান আত্যহত্যা,যদি এই কথা চিন্তা করে থাক তাহলে তুমি সব চেয়ে বড় ভূল করছ, কারন আত্যহত্যা মানুষ কে সমস্যা থেকে মুক্তি দেয় না, বরং যতটুকু মুক্ত করে তার চেয়ে বেশি সমস্যা যুক্ত করে, এবং তার চেয়ে বড় কথা হল আত্যহত্যা করা মহাপাপ, তুমি কি জান আত্যহত্যা করা কতটা কষ্টের? জান না, কারন তুমি আত্যহত্যা কর নাই, আর আত্যহ্যা করলেই বুঝবে আত্যহত্যা করা কত কষ্টের, আর যখন তুমি সেই কষ্টটা বুঝবে তখন আর ফিরে আশার সুযোগ থাকবে না, একবার চিন্তা করে দেখ, তোমার হাত দিয়ে তুমি তোমার নিঃশ্বাস বন্ধ করে দাও থাহলে কিছুক্ষন পর যখন আর নিঃশ্বাস ছাড়া থাকতে পারবে না তখন ঠিকই হাত ছেড়ে দিয়ে নিজেকে বঁাচানোর চেষ্টা করবা,করন তখন তোমার নিয়ন্ত্রন তোমার কাছে, কিন্তু যখন তুমি আত্যহত্যা করার জন্য একটি দড়ি বা কাপড় নিয়ে পাখা এর সাথে লাগিয়ে তার পর নিজের গলায় দড়ি টা শক্ত করে লাগিয়ে, পায়ের নিচ থেকে চেয়ার টা সরিয়ে দিবে, থাকন বঁাচার হাজার চেষ্টা করলেও আর বঁাচতে পারবে না করন তখন তোমার কাছে আর কোনো নিয়ন্ত্রন নেই নিজেকে বঁাচানোর জন্য, কারন তোমার পায়ের নিচ থেকে চেয়ার টা সরে গেছে, তখন তুমি আল্লাহর কাচে শুধু একটা জিনিস ই চাইবা হে আল্লহ আমাকে বাচঁার জন্য আর একটা সুযোগ দেন, জীবনের সকলল কষ্টা মুছে দিয়ে দিয়ে ভূলে গিয়ে সুন্দর ভাবে আবার নতুন করে জীবন শুরু করব, কিন্তু কোনো লাভ হবে না তখন,কারন তুমিত শয়তানের জালে পেশে গেছ, আবশেষে সবার কাছে একটাই কথা হুট করে কোনো সিদ্নান্ত নেয়া উচিত না বিশেষ করে আত্যহত্যার সিদ্বান্ত না নেয়া উচিত,কখনো কারো সিরিয়াচনেচ নয়ে ফান বা মজা করা উচিত না,
Comments
- No Comments